October 6, 2024, 11:39 pm
ডেস্ক: রাজধানির সরকারি সাত কলেজের শিক্ষা কার্যক্রম নিয়ে বিদ্যমান সংকট দিন দিন জটিল আকার ধারণ করছে। একদিকে সেশন জটসহ নানা সমস্যার সমাধানের জন্য এই কলেজগুলো শিক্ষার্থীরা আন্দোলন করলেও ঢাবি কর্তৃপক্ষসহ শিক্ষা মন্ত্রণালয় কোন সমাধান দিতে পারছে না।অন্যদিকে ঢাবি ছাত্ররাও এই ৭ কলেজের অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করে যাচ্ছে।এ অবস্থায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের বিদ্যমান সংকটের যৌক্তিক সমাধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর হবে।বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।রাজধানীর সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস-পরীক্ষা বর্জন করে চলমান আন্দোলনের মধ্যে আজ (২৪ জুলাই) বেশ কয়েকটি বিভাগে ক্লাস অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো একেবারেই কম।এর আগে অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগমোড় অবরোধও করেন ঢাবির শিক্ষার্থীদের একটি গ্রুপ। তবে বুধবার শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, রাস্তা অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে আসার পর এর একটা যৌক্তিক সমাধান হবে।’এসময় অবরোধ, আন্দোলন করে জনদুর্ভোগ না বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া দুই-একদিনের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন বলে জানান সেতুমন্ত্রী কাদের।ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
Comments are closed.