January 2, 2025, 8:15 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
অবশেষে রিলিজপাচ্ছে “ক্যাসিনো” নাটক।

অবশেষে রিলিজপাচ্ছে “ক্যাসিনো” নাটক।

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে একে একে ধরা পড়ছেন রাঘোব বোয়ালরা। এবার সেই ঘটনা নিয়েই পরিচালক অঞ্জন আইচ নির্মান করেছেন নাটক ‘ক্যাসিনো’।নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নাটকটি নির্মাণ করা। ক্যাসিনো বিদেশি খেলা। এটা আমাদের দেশে প্রচলিত হলে সমাজ কতটা ক্ষতির সম্মুখীন হবে তাই তুলে ধরেছি গল্পে। অনেকে না বুঝেই ক্যাসিনো খেলে হারান নিজের শেষ সম্বল। আশা করছি, নাটকটি দেখে তারা সতর্ক হবেন।‘ক্যাসিনো’ নাটকে অভিনয় করেছেন সাঈদ বাবু, মনোজ প্রমাণিক, সূচনা আজাদ, নাদিয়া মিমসহ অনেকে। ১ অক্টোবর আমিন বাজারে শুটিং হয়েছে।খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হওয়ার কথা জানালেন পরিচালক। পাশাপাশি অনলাইনেও প্রকাশ পাবে ‘ক্যাসিনো’।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com