November 21, 2024, 9:02 am
সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে যাওয়া ‘প্রাণ সায়ের খাল’র প্রাণ ফিরিয়ে আনতে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণ সায়ের খালের দুপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। এসময় সুলতানপুর বড় বাজার সংলগ্ন ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাশেদ রেজা বাপ্পি।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘তালিকাভুক্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান সফল করতে এবং শহরের জলাবদ্ধতা নিরসনে প্রাণ সায়ের খালের প্রাণ ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’
Comments are closed.