February 5, 2025, 6:44 am
পানি উন্নয়ন বোর্ডের হুকুম দখলকৃত জমিতে প্রকাশ্যে ঘর বেঁধে দখল করে নিয়েছে আগরদাঁড়ির এক প্রভাবশালী।প্রাপ্ত তথ্যে জানা যায়, সাতক্ষীরার কদমতলা-বৈকারী সড়কের পাশে আগরদাঁড়ি মৌজার ১৭৮০ দাগের কিছু জমি পানি উন্নয়ন বোর্ডের হুকুম দখলকৃত। ইতোপূর্বে রাস্তার পাশে ঐসব জমি দখল করে দোকান ঘর তৈরী করেছে অনেকে। আবার কখনও দখল করতে যেয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাধা প্রাপ্তও হয়েছে অনেকে। এবার স্বয়ং পানি উন্নয়ন বোর্ডের সাবেক সার্ভেয়ার আকরাম হোসেন উপস্থিত থেকে জমি দখল করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসি জানায়, প্রায় ২বছর পূর্বে ১৭৮০ দাগের অংশীদার আগরদাঁড়ি গ্রামের আবুল হাসান ঐ দাগের পাউবো’র খাস জমি লীজ নেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু স্থানটি রাস্তার স্লোভ থাকায় পাউবো লীজ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয়। এরপর থেকে ঐ স্থানে অর্থাৎ রাস্তার উপর বিচালীর গাদা দেওয়া, বালি ফেলানো ও গরু বাধা শুরু করে একই গ্রামের সুলতান গাজীর পুত্র সাবুর আলী (তিলক)। ঐ স্থানটি লীজ নেওয়ার জন্য সাবুর আলী ও তার স্ত্রী হাটাহাটি শুরু করতে থাকে আবাদের হাটের ঐ সার্ভেয়ার আকরামের বাড়ীতে। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর আকরাম হোসেন স্বয়ং উপস্থিত থেকে রাস্তার উপর ঘর তৈরী করে পাউবো’র জমি বেদখল করে দেয়।গতকাল মঙ্গলবার ঘটনাস্থলের সামনে চায়ের দোকানে বসা লোকজন জানায়, প্রধান মন্ত্রীর নির্দেশে যখন দেশ ব্যাপি উচ্ছেদ অভিযান চলছে ঠিক সেই মুহূর্তে পাউবো’র জমি দখল করা কম সাহসের নয়। তারা দেশের স্বার্থে বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।
Comments are closed.