October 31, 2024, 5:24 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
আগরদাঁড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান

আগরদাঁড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান

স্ত্রীর দাবি নিয়ে মঞ্জিলা খাতুন নামের এক তরুনী প্রেমিক আবু সাঈদের বাড়িতে ধরনায় বসেছেন । মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে তার প্রেমিক আবু সাঈদের বাড়িতে যাওয়ার পরেই বাড়ির লোকজন তাকে মারধর করে এবং তার মোবাইল ভেঙ্গে ফেলে দেয়।তবে এঘটনার আগেই বাড়ী থেকে পালিয়ে গেছে প্রেমিক সাঈদ। মঞ্জিলা বলেন, ‘আমরা গরিব, তাই টাকা দিয়ে মিটমাট করতে চায় সে ও তার পরিবার। কিন্তু টাকা দিয়ে তো আর প্রেম ভালবাসা কেনা যায় না’। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বাঁশঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য আমিনা খাতুন বলেন, বাঁশঘাটা গ্রামের শামসুর রহমানের মেয়ে মঞ্জিলা খাতুন ও রেজাউল বকসের ছেলে আবু সাঈদের মধ্যে প্রায় ছয় বছর ধরে প্রেম চলছিল। তাকে বিয়ে করবে বলে আবু সাঈদ তার সাথে দৈহিকভাবে মেলামেশাও করেছে বলে দাবি মেয়েটির।তিনি জানান, মেয়ের বাবা তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে আবু সাঈদ তা বিভিন্ন কৌশলে ভেঙ্গে দিয়েছে। তিনি আরো বলেন, গত ৩/৪ দিন আগে মঞ্জিলা প্রেমিক আবু সাঈদকে বিয়ের কথা বলতে তার বাড়িতে যান।এসময় বাড়ির লোকজন কৌশলে তাকে বাড়ি থেকে বের করে পার্শ্ববর্তী রাস্তায় পাঠিয়ে দিলে সেখানেই অবস্থান নেন মঞ্জিলা । সকাল ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাস্তায় থাকার পর তাকে বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়।মেয়েটি এ সময় বারবার বলেন ‘সাঈদ আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলে আমি ভিন্ন পথ অবলম্বন করবো’। মঞ্জিলা জানান, তিনি এইচএসসি পাস করার পর ঢাকায় ক্রাউন কোম্পানিতে চাকুরি করতেন। এর আগে তাদের গ্রামের ইটভাটার ম্যানেজার আবু সাঈদ তাকে চলার পথে বারবার উত্ত্যক্ত করতো।এক পর্যায়ে সে সাঈদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মঞ্জিলা দাবি করে বলেন, সাঈদ আমাকে বিয়ে করবে কথা দেয়। পরে এই সুযোগে সাঈদ তাকে দৈহিকভাবে ব্যবহার করেছেন।তিনি বলেন, বিয়ের বিষয়ে জানতে কয়েকদিন আগে সাঈদের বাড়িতে যান তবে খবর পেয়ে প্রেমিক আবু সাঈদ বাড়ী থেকে পালিয়ে যায়। মঞ্জিলা অভিযোগ করে বলেন আবু সাঈদের বাবা টাকা দিয়ে মিটমাট করতে চায়। কিন্তু ‘আমি বলেছি টাকা দিয়ে প্রেম ভালাবাসা বেচাকেনা করা যায় না’।মঙ্গলবার সকাল থেকে মঞ্জিলা ফের ধরনায় বসেছেন আবু সাঈদের বাড়িতে। তিনি জানান এখন তিনি তার বাবা মার কাছে আশ্রয় পাচ্ছেন না। আবু সাঈদ পালিয়ে বেড়াচ্ছেন।তার মা খোদেজা ও বোন সাবিহা তাকে মারধর করে বের দিয়েছে। এখন তিনি কী করবেন, কোথায় দাঁড়াবেন, এমনটি সাংবাদিকদের জানালেন মঞ্জিলা।এবিষয়ে জানতে আবু সাঈদের বাড়ীতে যোগাযোগ করা হলে তার বোন সাবিহা জানান, সে বাড়ীতে নেই। তবে মঞ্জিলা খাতুনের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে তারা কোন কথা বলতে চাইনা বলে জানান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com