December 26, 2024, 4:31 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
আজ চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ

আজ চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ

বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ: বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ বুধবার। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। এই চন্দ্রগ্রহণের দৃশ্য রোবোটিক টেলিস্কোপ সার্ভিস ‘স্লোহ’-এর মাধ্যমে অনলাইনে লাইভও দেখা যাবে।

বুধবার পূর্ণিমার চাঁদে পড়বে পৃথিবীর ছায়া। আকাশে মেঘ না থাকলে প্রত্যক্ষ করা যাবে এই গ্রহণ।
১৪৯ বছর আগে শেষ বার গ্রহণ দেখা গিয়েছিল পূর্ণিমার চাঁদে। ১৭ জুলাই রাত ১২টা ১৩ মিনিট নাগাদ গ্রহণ লাগবে চাঁদে। গ্রহণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছবে রাত ৩টার দিকে। ভোর ৪টা ২৯ মিনিটে আংশিক গ্রহণ কেটে যাবে এবং দেখা যাবে উপচ্ছায়া গ্রহণ। হালকা ছায়া থাকবে চাঁদের গায়ে। ৫টা ৪৭ মিনিট নাগাদ শেষ হবে গ্রহণ। প্রায় ৫ ঘন্টা ৩৪ মিনিট চলবে এই চন্দ্রগ্রহণ। এর মধ্যে ২ ঘন্টা ৫৮ মিনিট হবে আংশিক চন্দ্রগ্রহণ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com