October 23, 2024, 9:19 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
আজ থেকে শুরু হচ্ছে নারী ফুটবলারদের অনুশীলন

আজ থেকে শুরু হচ্ছে নারী ফুটবলারদের অনুশীলন

ছয় মাস পর আবারও এক ছাদের নিচে মারিয়া মান্ডা-মনিকা চাকমারা। করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় নারী দলের ক্যাম্প। এএফসি অনূর্ধ্ব-১৭ এবং এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিয়েছেন মেয়েরা। আজ থেকে অনুশীলনে নামছেন মারিয়ারা। সকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এবং দুপুরে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করবেন গোলাম রব্বানী ছোটনরা। আবারও বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর হওয়া পল স্মলি গত মাসেই ঢাকায় এসেছিলেন। আজ থেকে মেয়েদের অনুশীলনে তিনি থাকছেন।

দীর্ঘ ছয় মাসের বিরতি। অনলাইনে কোচের নির্দেশে অনুশীলন করলেও তা যথেষ্ট ছিল না। কারণ দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় ফিটনেস নিয়ে শঙ্কা থাকাটাই স্বাভাবিক। একই সঙ্গে করোনার কারণে মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত মেয়েরা। যে কারণে অনুশীলনের প্রথম দিনে আগে ফিটনেস লেভেল নিয়ে কাজ করতে চান কোচ গোলাম রব্বানী ছোটন, ‘করোনার সময়ে খেলাধুলা বন্ধ। আপনারা সবাই জানেন এই সময়ে ঘরে ছিল মেয়েরা। অনলাইনে আমরা অনুশীলন করিয়েছিলাম। তবে এখন অনুশীলনে সবার আগে আমাদের জোর দিতে হচ্ছে ফিটনেস লেভেলে। অনেকেরই ওজন বেড়ে গেছে। কিংবা খেলার মধ্যে না থাকায় আগের মতো দৌড়ের গতিটাও হয়তো নেই। তাই শুরুর দিকে তাদের ফিটনেস নিয়ে আমরা কাজ করব। এরপর তাদের মানসিকভাবে উজ্জীবিত করার জন্য সবকিছুই করব। এই দুটি ধাপ পার হওয়ার পর আমরা টেকনিক নিয়ে কাজ করব। আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের মেয়েরা আগের অবস্থানে ফিরে যেতে পারবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com