February 5, 2025, 3:56 pm
সাতক্ষীরায় আটকে যাওয়া ট্রলির চালককে সাহায্য করতে গিয়ে ট্রলিচাপায় নানু বিবি (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে সরকারি দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের কাশিমাড়ী গ্রামের সবুর গাজীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইটবাহী ট্রলি রাস্তার গর্তে আটকে যায়। এ সময় ট্রলি চালকের অনুরোধে ওই নারী ও অপর একজন ট্রলির পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছিলেন। এ সময় ট্রলিটি পেছনে সরে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এর মাঝখানে চাপা পড়ে ওই নারী নিহত হন। এ সময় অপর সহযোগী আহত হন। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলিচালক পলাতক রয়েছেন।
Comments are closed.