আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানকে নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন
- Update Time :
Monday, July 15, 2019
-
171 দেখা হয়েছে
আশাশুনি প্রতিনিধঃসাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামানকে মিথ্যা মামলা হতে প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় আনুলিয়া ইউনিয়ন ও আশাশুনি উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহিদ আলাউদ্দিন চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক রুহুল আমিন, আওয়ামী লীগনেতা তারিকুজ্জামান, এসমাইল ঢালী, হারুন স্বীকারী, এসমাইল সানা, রফিকুল মোড়ল, শফিকুল সানাসহ আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। মানবন্ধনে বক্তারা বলেন, আনুলিয়া ইউনিয়নের মাদক স¤্রাট আলমগীর আলম লিটন ষড়যন্ত্র করে আনুলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানী করছে। মাদ্রক স¤্রাট আলমগীর ও তার ভাই শওকাতসহ তাদের সন্ত্রাসী বাহিনী গত ৬জুন একসরার শহিদুলের পুত্র ইউনিয়ন যুবলীগনেতা তারেকুজ্জামানকে একসরা বাজারে হাতুরে পেটা করে। যে কারনে শহিদুল আশাশুনি থানায় মাদক স¤্রাট আলমগীর আলম লিটনের ভাই ও তার বাহিনীর নামে একটি মামলা করলে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। যার ফলে আনুলিয়ার ত্রাস আলমগীর আলম লিটন ফারুকুজ্জামান ও শহিদুল আলমসহ ১১ জনের নামে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। মানবন্ধনে বক্তারা আরও বলেন, আলমগীর ভূমিদস্যু হিসেবে এলাকায় পরিচিত। সে আনুলিয়া ইউনিয়নে ১০০ বিঘা খাস জমি জবর দখল করে রেখেছে। গোড়ালী হাটখোলায় সরকারি জায়গা দখল করে দোকান পাট করে দখল করে রেখেছে। তার কাছে অবৈধ অস্ত্র থাকার কারনে নিরহ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায় না। অবৈধ কাজের প্রতিবাদ করলে দলীয় নেতাকর্মী থেকে শুরু নিরীহ মানুষকে অস্ত্র মামলা দিয়ে হয়রানী করে। মানববন্ধনে নেতাকর্মীরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে ফারুকুজ্জামানসহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তি দাবী করেছে এবং মাদক সন্ত্রাসী আলমগীর আলম লিটনকে আনুলিয়া ইউনিয়ন থেকে বহিস্কার করা সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।