আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলায় ২০ মুসল্লি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার জু’মার নামাজের সময় দেশটির নানগরহর প্রদেশের হাসকামেনা জেলার একটি মসজিদের ছাদ দিয়ে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগোয়ানি বলেছেন।তিনি বলেন, হতাহতের মধ্যে শিশুরাও রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
হিন্দুস্তান টাইমস জানায়, মসজিদে এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো গোষ্ঠী। যদিও জঙ্গিগোষ্ঠী তালেবান এবং আইএস পূর্ব আফগানিস্তানে সক্রিয় রয়েছে, বিশেষ করে নানগরহর প্রদেশে।
বৃহস্পতিবার জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে আফগানিস্তানে আড়াই হাজারের বেশি সাধারণ মানুষ নিহত এবং সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।