জেলা প্রতিনিধিঃসদর উপজেলার শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের নির্বাচনী অফিস করার নামে দোকানঘর জবর দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিবপুর ইউনিয়ন ১নং ওয়াডের্র পায়রাডাঙ্গা বাজারে। অভিযোগ করেন একই এলাকার সাবেক এক সেনা সদস্য আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম জানান, সাধারণ ব্যবসা করা লক্ষে পায়রাডাঙ্গা বাজারের পাশে তিনি একটি পাঁকা দোকান নির্মাণ করেছিলেন। ইতোমধ্যে চলতি বছরে ২৪ মার্চ আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা পক্ষে উপজেলা নির্বাচনী শুরুতে ৫ মাসের জন্য আওয়ামী লীগের নির্বাচনী অফিস পরিচালনা করার জন্য বিনামুল্য ও লিখিত বিহীন তার নিজস্ব দোকানটি ওই ওয়ার্ডের ও পায়রাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ নেতা লিয়াকত, তজিবরসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের বসার ব্যবস্থা করেন দোকানের মালিক আজিজুল ইসলাম। একপর্যায় ওই দোকান ঘরটি অলিখিত মেয়াদ ৫ মাস পার হবার পর ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে দোকানটি ছেড়ে দেওয়ার জন্য আজিজুল ইসলাম তাদের অনুরোধ করেন। কিন্তু ওই দোকানটি আজীবন জবর দখলে থাকার জন্য পায়রাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ নেতা লিয়াকত, তজিবরসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী দোকানটি ছেড়ে দিচ্ছে না। দোকানটি ছেড়ে না দেওয়ার জন্য এসব ব্যক্তিরা আজিজুলসহ তার পরিবারের বিরুদ্ধে লিয়াকত আলি সদর থানায় একটি মিথ্যা অভিযোগও করেন। এছাড়া এসব ব্যক্তিরা আজিজুলসহ তার পরিবারের নামে মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার জন্য নানাভাবে হুমকি প্রদর্শন, হয়রানী ও তালবাহানা করে আসছে বলে ভুক্তভোগী জানান। এব্যাপারে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন মানি জানান, চলতি বছরে উপজেলা নির্বাচনের অফিস পরিচালনার জন্য মৌখিকভাবে ৫ মাসের মেয়াদে আজিজুল ইসলামের দোকান ঘরটি ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী নিয়েছিল। উক্ত দোকানটি ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন দোকানের মালিক ভুক্তভোগী সাবেক সেনা সদস্য আজিজুল ইসলাম।