December 26, 2024, 10:08 pm
Hasan Imam:পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জেলার বিভিন্ন সড়কে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।বুধবার দুপুর ৩ টার পরে নতুন বাইপাস সড়কসহ বিভিন্ন সড়কে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনায় পুলিশ বিভাগ ও বিআরটিএ’র সমন্বয়ে বুধবার দুপুরে শহরের আলীপুর পেট্রোল পাম্পের সামনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় মোবাইল কোর্টে বিভিন্ন মোটর যানের মধ্যে ৬টি মামলার বিপরীতে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছ।মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাম্মী আক্তার।
Comments are closed.