January 15, 2025, 5:13 am
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্ররুদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে যেয়ে ২৫ কেজি রুই, কাতলা ও মিরগিল মাছ অবমুক্ত করেন। পরে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মুসলিমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রত্মা রানী সাহা, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদার, সুফলভোগী সাইফুল আলম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলে ও মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন।
Comments are closed.