December 21, 2024, 2:30 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
আশাশুনির গোয়ালডাঙ্গায় স্কুলে ঢুকে শিক্ষকের সাথে অশালীন আচরণ ও শিশুদের মারপিট ||

আশাশুনির গোয়ালডাঙ্গায় স্কুলে ঢুকে শিক্ষকের সাথে অশালীন আচরণ ও শিশুদের মারপিট ||

আশাশুনি প্রতিনিধিঃআশাশুনির চাম্পাখালি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে স্কুল শিক্ষিকার সাথে অশালীন আচরণ ও শিশু শিক্ষার্থীদেরকে বেদম মারপিট করেছে এক পাষ- অভিভাবক। এ ব্যাপারে ভূক্তভোগী শিশুর অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে। উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের ই¯্রাফিল সরদারের স্ত্রী জোছনা খাতুন কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ ও স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, তার পুত্র আলবাদ হোসেন বড়দল ইউনিয়নের চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। গত ৩১ আগস্ট সকাল ৯টার দিকে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত তাবারক সরদারের পুত্র মিজানুর রহমান তার হঠাৎ করে স্কুলে ঢুকে আলবাদকে বেদম মারপিট ও কান-চুল-গলা ধরে ও পেটের চামড়া ধরে টানাটানি করেন। ছেলেটি ব্যথা পেয়ে ও আতঙ্কে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে অন্য বাচ্চাদের মা লতিকা রানী, আরতী রানী, শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তখন তিনি আস্ফালন করতে করতে বিনা অনুমতিতে শ্রেণি কক্ষে ঢুকে শ্রেণি শিক্ষক রুবিয়া সুলতানার সঙ্গে অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হুমকী দিতে দিতে বাইরে যাওয়ার সময় অন্য এক ছাত্রীকেও মারধর করেন। খবর পেয়ে জোছনা খাতুন স্কুলে নালিশ করতে গেলে উক্ত মিজানুর তাদের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বৃদ্ধ শ^শুর ওসমান সরদারকে (৬০) মারধর করে গলা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে রক্তাক্ত জখম করেন। ফলে ভীত সন্ত্রস্ত ছোট ছোট শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। মারপিটের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে সুবিচার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com