আশাশুনি উপজেলার হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বেহাল অব্স্থা থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। গোলের ছাউনি ও বেড়া দিয়ে অনেক কষ্টের মধ্যে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের ক্লাস নিচ্ছে, হঠাৎ বৃষ্টি শুরু হওয়াই ক্লাসের মধ্যে ছাত্র ছাত্রীরা ছাতা নিয়ে বসে ছিল, বৃষ্টির পানি থেকে মুক্তি পেতে ছাত্রছাত্রীরা ছাতা নিয়ে বেঞ্চে বসে ক্লাস করছে, শিক্ষকরা অনেক ভোগান্তির মধ্যে ছাত্র-ছাত্রীদের ক্লাস নিচ্ছে, ছাত্র ছাত্রীরাও ভোগান্তির মধ্যে ক্লাস করছে,হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের জন্য ইতিমধ্যেই স্থানীয়, আঞ্চলিক, জাতীয় পত্রিকা সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচার হলেও আজ পর্যন্ত কোন নতুন ভবন না হওয়াই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে একের পর এক, বর্ষা হলে ছাত্রছাত্রীরা আরো ভোগান্তি পাবে, ভোগান্তি যাতে না হয় সে জন্য একটি নতুন ভবন করার জন্য হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কার্যকরী কমিটি ও অভিভাবক মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।