January 2, 2025, 6:20 pm
এ এইচ আবু হোরায়রা-রিফাতঃআশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্ণীতি অভিযোগ এনে তাকে বহিস্কারের দাবিতে কলেজ ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করে কলেজ ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।অধ্যক্ষ মিজানুর রহমান কলেজে যোগদানের পর থেকে কলেজের ছাত্র ছাত্রীদের নিকট থেকে প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত অর্থ আদায়, কলেজ আইডি কার্ড দেওয়া ও প্রত্যেক পরীক্ষার সময় প্রাকটিক্যাল পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা, কলেজের সিনিয়র শিক্ষকদের কারণে অকারণে শো-কজ করা ও মোটা অংকের অর্থের বিনিময়ে শিক্ষকদের এমপিও করানোসহ একাধিক অভিযোগ এনে তার এ সকল দূর্ণীতির প্রতিবাদে এবং অতিদ্রুত তাকে বহিষ্কারের দাবী জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে কলেজের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়।এ বিষয়ে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন, আশাশুনি সরকারি কলেজের কোন শিক্ষক যদি কোন ছাত্র ছাত্রীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে তার দায়ভার আমি কাধে তুলে নেবো। যদি কেউ সামান্যতম দুর্নীতি আমাকে দেখাতে পারে এবং তদন্তে প্রমাণিত হলে আমি পদত্যাগ করবো। তবে প্রবেশ পত্র বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি তিনি স্বীকার করে বলেন, এ অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে।বিস্তারিত আসছে………………
Comments are closed.