নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে শহরের ইটাগাছা হাটের মোড় সংলগ্ন দৈনিক পত্রদূত অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জের দিক দ্রুতগতিতে আসা সাতক্ষীরা-ট ১১-০২২০ নং ট্রাক ইটাগাছা হাটের মোড়ে যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকা বিপরীত গামী বগুড়া-জ ০৪-০০৬৫ নং বাসে সামনে ধাক্কা দেয়। এতে বাসে থাকা সকল যাত্রী কমবেশি আহত হয়। অজ্ঞাত ট্রাক চালককে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের অংশবিশেষ কেটে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাকে প্রথমে ন্যাশনাল হাসপাতালে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার এসআই কিশোর কুমার ঘটনাস্থল থেকে এসব তথ্য দিয়েছেন।