January 15, 2025, 11:40 am
নলতা ইন্দ্রনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে দুই বৃদ্ধা সহ তিনজন গুরুতর জখম হয়েছেন। সোমবার সকালে এ হামলা ও মারপিটের ঘটনাটি ঘটে। আহতরা হলেন ইন্দ্রনগর গ্রামের মৃত মোকাম আলী সরদারের ছেলে আবু বকর সরদার (৪৮), তার বৃদ্ধা মা আমেনা খাতুন (৭৫) ও চাচী রিজিয়া খাতুন (৬৮)। আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে আবু বকর সরদার জানান, তার পূর্ব পূরুষদের আমল থেকে ৫ শরীকের যৌথ মালিকানাধীন ৭৭ শতক জমির একটি বাশ বাগান বেষ্টিত পারিবারিক কবরস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে ওই বাশ বাগানসহ কবরস্থানের একক দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন তার চাচা মৃত ফজর আলী সরদারের দুই ছেলে আফসার সরদার এবং আমান উল্লাহ সরদার। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও শালিসের সিদ্ধান্ত মানেননা তার চাচতো ভাই আফসার ও আমান উল্লাহ।
সোমবার সকাল ১০টার দিকে আফসার ও আমানউল্লাহ তাদের দলবল নিয়ে ওই বাশ বাগান ও কবরস্থানের দখল নিতে গেলে বাঁধা দেন আবু বকর সরদার। এসময় অভিযুক্ত আফসার আলী ও আমান উল্লাহ সহ তাদের সাঙ্গপাঙ্গরা আবু বকরকে বেঁধড়ক পিটিয়ে জখম করে। একপর্যায়ে আবু বকরকে বাঁচাতে তার বৃদ্ধা মা আমেনা খাতুন (৭৫) ও চাচী রিজিয়া খাতুন (৬৮) ছুটে গেলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহত আবু বকরের অপর চাচতো ভাই আজিজুল সরদার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে কালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Comments are closed.