January 15, 2025, 11:54 am
ঈদুল আজহার দিন ও তারপরের দিন গরমের দাপট থাকবে বেশি। ঢাকাসহ চার বিভাগে বৃষ্টিপাত একেবারেই কম হবে। তবে অন্য চার বিভাগের মধ্যে সিলেটে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। তিনি বলেন, বর্তমানে আবহাওয়ার যে গতিপ্রকৃতি দেখা যাচ্ছে এতে আগামী ১০ ও ১১ জুলাই ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহে রোদ ও গরম থাকবে। বৃষ্টিপাত হবে খুব কম। দুপুরের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা থেকে ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে।
তবে ভারী বর্ষণ কেবল সিলেটে হবে। সেটা টানা হবে না। এই আবহাওয়াবিদ আরও বলেন, যেহেতু রোদ থাকবে, এর মাঝে বৃষ্টি হয়ে ফের রোদ ওঠলে গরম অনুভূতি আরো বেড়ে যাবে। বাতাস থাকবে, তবে ঝড় হওয়ার কোনো শঙ্কা আপাতত নেই। বৃষ্টিপাতের প্রবণতা ঈদের পরে বাড়তে পারে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
Comments are closed.