উদীচী শিল্পীগোষ্ঠী যশোরের সভাপতির মৃত্যুতে সাতক্ষীরা উদীচীর শোক
- Update Time :
Saturday, October 19, 2019
-
123 দেখা হয়েছে
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান গত ১৭ অক্টোবর সকাল ৮টায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৮ অক্টোবর যশোর উদীচী কার্যালয় চত্বরে মরহুমের কফিনে শোক ও শ্রদ্ধাজ্ঞাপনের জন্য সর্বস্তরের মানুষের ঢল নামে। সাতক্ষীরা হতে উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও অর্থ সম্পাদক স্বপন কুমার মন্ডল উক্ত শোকজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও জুম্মার নামায শেষে তার নামাজে জানাযায় অংশগ্রহণ করেন।তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন, উদীচী সাতক্ষীরার সকল সদস্য, সিপিবি’র সাতক্ষীরা সভাপতি আবুল হোসেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম, আলীনুর খান বাবুল প্রমুখ। মরহুম ডিএম শাহিদুজ্জামান ১৯৮২ হতে বর্তমান পর্যন্ত উদীচীতে গুরুত্বপূর্ণ পদে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।