January 15, 2025, 2:59 pm
একই রাতে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর জমিদার বাড়ি এলাকার পৃথক দুটি বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে আজিজুল হক ও মেহেদী হাসানের বাড়ি থেকে ঐ চুরি সংঘটিত হয়। কালো রং এর দুটি ষাড়সহ লালচে রং একটি গাভী চুরির ঘটনায় আজিজুল হকের ছেলে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করে গত বৃহস্পতিবার।উল্লেখ্য কয়েক মাস আগে মেহেদী হাসানের বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে’র সহায়তায় অচেতন করে তিন লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটে। সেসময়েও অপরাধী চক্রকে সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে মেহেদী হাসান। এদিকে গত শুক্রবার বাদঘাটা গ্রামের প্রভাষক দেবাশীষ মিস্ত্রির বাড়ির গ্রীল কেটে মটর সাইকেল চুরির চেষ্টা করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা।
Comments are closed.