October 23, 2024, 9:22 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
একদিনে আরো ৬ হাজারের বেশি প্রাণ কেড়েছে করোনা

একদিনে আরো ৬ হাজারের বেশি প্রাণ কেড়েছে করোনা

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় তিন লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৯ লাখ ৮ হাজার ছুঁইছুঁই। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি সোয়া ৮০ লাখ।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ৮০ লাখ ২১ হাজার ৪৯৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ৭ হাজার ৯৮২ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ হাজার ২১৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭০ লাখ ১৫ হাজার ২৯৬ জন করোনারোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৫৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আক্রান্তের হিসেবে সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত বেড়ে ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জনে দাঁড়িয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ লাখ ৬২ হাজার ৯৬৫ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে।। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪১ লাখ ৯৯ হাজার ৩৩২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১০ লাখ ৪১ হাজার ৭ জন ও পেরুতে পঞ্চম সর্বোচ্চ ৭ লাখ ২ হাজার ৭৭৬ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো— কলম্বিয়া (৬ লাখ ৮৬ হাজার ৮৫৬ জন), মেক্সিকো (৬ লাখ ৪৭ হাজার ৫০৭ জন), দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৪২ হাজার ৪৩১ জন), স্পেন (৫ লাখ ৪৩ হাজার ৩৭৯ জন) ও আর্জেন্টিনা (৫ লাখ ১২ হাজার ২৯৩ জন)।

কোভিড-১৯ মহামারীতে প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে পৃথিবীর সর্বোচ্চ ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জন এখন পর্যন্ত মারা গেছেন। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার ৬৫৩ জন মানুষের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার ৯১ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৬৯ হাজার ৯৫ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৫৯৪ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে— ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৫৭৭ জন), ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ৭৯৪ জন), পেরু (মৃত্যু ৩০ হাজার ২৩৬ জন), স্পেন (মৃত্যু ২৯ হাজার ৬২৮ জন) ও ইরান (মৃত্যু ২২ হাজার ৬৬৯ জন)।

এছাড়া কলম্বিয়ায় ২২ হাজার ৫৩ জন, রাশিয়ায় ১৮ হাজার ১৩৫ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫ হাজার ১৬৮ জন, চিলিতে ১১ হাজার ৭০২ জন, ইকুয়েডরে ১০ হাজার ৭০১ জন, আর্জেন্টিনায় ১০ হাজার ৬৫৮ জন, বেলজিয়ামে ৯ হাজার ৯১৭ জন, জার্মানিতে ৯ হাজার ৪১০ জন, কানাডায় ৯ হাজার ১৫৫ জন, ইন্দোনেশিয়ায় ৮ হাজার ৩৩৬ জন, ইরাকে ৭ হাজার ৭৩২ জন, বলিভিয়ায় ৭ হাজার ১৪৬ জন, তুরস্কে ৬ হাজার ৮৩৭ জন, পাকিস্তানে ৬ হাজার ৩৫৯ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ২৪৬ জন, সুইডেনে ৫ হাজার ৮৪২ জন, মিসরে ৫ হাজার ৫৭৭ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, বাংলাদেশে ৪ হাজার ৫৯৩ জন, সৌদি আরবে ৪ হাজার ১৬৫ জন, রোমানিয়ায় ৪ হাজার ১৮ জন, ফিলিপাইনে ৩ হাজার ৯৮৬ জন, ইউক্রেনে ২ হাজার ৯৭৯ জন, গুয়াতেমালায় ২ হাজার ৮৯৭ জন, পোল্যান্ডে ২ হাজার ১৪৭, হন্ডুরাসে ২ হাজার ৩৪ জন ও সুইজারল্যান্ডে ২ হাজার ১৯ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com