January 15, 2025, 6:25 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
এবার এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরীমণি

এবার এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরীমণি

ঢালিউডের অন্যতম গ্ল্যামারাস ও সুদর্শনা নায়িকা পরীমণি। সৌন্দর্যে-গড়নে তিনি অনেকের চেয়ে এগিয়ে। সিনেমার ঝলমলে জীবনের বাইরে এই নায়িকা একজন সুন্দর মনের মানুষও। তার মানবিকবোধ প্রশংসিত হয়েছে অসংখ্যবার। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে অনন্যা হিসেবে জাহির করেছেন পরীমণি। কখনো প্রতিবন্ধী-সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ছুটে গিয়েছেন, সহায়তা দিয়েছেন। আবার কখনো এফডিসিতে কোরবানি দিয়ে অসহায় কলাকুশলীদের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অর্থাৎ টানা ছয় বছর এফডিসিতে কোরবানি দিয়েছেন নায়িকা। প্রথম বছর একটি গরু কোরবানি দিয়েছিলেন। এরপর প্রতি বছর একটি করে গরুর সংখ্যা বেড়েছে। প্রতি বছরই একটি করে বাড়বে বলে জানিয়েছিলেন পরীমণি। কেবল কোরবানি দেন এমন নয়, তিনি নিজে মাংস তুলে দেন শিল্পী ও কলাকুশলীদের হাতে। গেল বছরের ঈদেও পরীমণি একসঙ্গে ৬টি গরু কোরবানি দিয়েছিলেন সিনেমা সংশ্লিষ্ট সামর্থ্যহীন মানুষদের জন্য।

পরীমণি যতদিন বাঁচবেন প্রতি বছর এফডিসিতে গরু কোরবানি দেবেন সিনেমা সংশ্লিষ্ট নিম্ন আয়ের মানুষদের জন্য। সেই ধারাবাহিকতা একটানা ৬ বছর বজায় থাকলেও এবার আর সেটি নায়িকার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। পরীর কথা অনুযায়ী, এবার ৭টি গরু কোরবানি দেয়ার কথা থাকলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন তিনি। পরীমণি নিজে কোরবানি দিলেও এফডিসি সংশ্লিষ্ট মানুষদের জন্য এবার আর কোরবানি দিতে পারছেন না। এমনটা নিউজজিকে জানিয়েছেন নায়িকা নিজেই।

কেন কোরবানি দেবেন না, তা পরিস্কার না করলেও এফডিসির গুটিকয়েক মানুষের প্রতি তার ক্ষোভ স্পষ্ট। গত বছর এফডিসির ভেতর কোরবানি দেয়ার নিষেধাজ্ঞা থাকায় পরীমণিকে বাইরে কোরবানি দিতে হয়। এমনকি এদিন বিকেলে তাকে এফডিসি প্রবেশে বাধা পেতে হয়। তাছাড়া জীবনের খারাপ সময়ে সহকর্মী কারো সহযোগিতা পাননি পরী। হয়ত এ জন্যই তার এই ক্ষোভ। গত বছরের আগষ্টে ব্যক্তিগত একটি ঝামেলায় জড়িয়ে কারাভোগ করতে হয়েছিল তাকে। সে সময় তার জীবনের উপর দিয়ে একটি ঝড় বয়ে গেছে। এখনও তাকে আদালতের বারান্দায় ছুটতে হচ্ছে নিয়মিত।

ধারণা করা হচ্ছে, সে সব ঝামেলায় জড়িয়ে হয়ত নায়িকা কিছুটা সংকটে পড়েছেন। তাই হয়ত নিজের সিদ্ধান্ত থেকে সরতে হচ্ছে তাকে। কোরবানির আর মাত্র ৩ দিন বাকি। এখন সময়ই বলে দেবে শেষ মুহূর্তে পরী কোরবানি না দেয়ার সিদ্ধান্ত বহাল রাখেন, না-কি সিদ্ধান্ত বদল করেন। এদিকে, কারাবাস শেষে পরীমণি শুরু করেছেন নতুন জীবন। ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি একে-অপরকে কবুল বলেন। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেন। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি (সোমবার) হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী।

বর্তমানে সে ঘরে অনাগত সন্তানের অপেক্ষায় আছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরে রাজ-পরীর ঘরে আলোকিত করে আসবে তাদের প্রথম সন্তান। বর্তমানে নায়িকা সেই অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। যার জন্য সব ধরনের কাজ থেকে ছুটি নিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। বর্তমানে পরীমণি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, অরণ্য আনোয়ারের ‘মা’, শফিক হাসানের ‘বাহাদুরি’সহ চারটি সিনেমা। এ ছাড়াও নির্মাণাধীন রয়েছে ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমাগুলো। উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ হয় পরীমণির। এরপর তিনি ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘রক্ত’, ‘অন্তর জ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com