January 15, 2025, 7:39 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কদমতলায় নকল ব্যাটারী কারখানার সন্ধান: আটক ১: ৫টি নকল ব্যাটারী উদ্ধার

কদমতলায় নকল ব্যাটারী কারখানার সন্ধান: আটক ১: ৫টি নকল ব্যাটারী উদ্ধার

সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে নকল ইজিবাইকের ব্যাটারি তৈরীর কারখানা থেকে তরিকুল ইসলাম (৪৫) নামক এক ব্যক্তিকে আটক করেছে। সে সদর উপজেলার উত্তরচুপড়িয়া গ্রামের মুনসুর আলী সরদারের ছেলে। বুধবার রাত ৮ টার দিকে পুলিশ শহরের কদমতলা এলাকায় তরিকুলের নকল ব্যাটারীর কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় ওই কারখানা থেকে ৫ টি নকল ইজিবাইকের ব্যাটারী উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ূম জানান, শহরের কদমতলা বাজারের মালিপাড়া মোড় এলাকায় একটি দোকানে নকল ব্যাটারি তৈরী করে ইজিবাইক চালকদের কাছে বিক্রি করে হচ্ছিল দীর্ঘদিন ধরে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। দোকান মালিক তরিকুল এর আটকের পর তার প্রাথমিক তথ্যমতে ঘটনার সময় ওই দোকান থেকে জিংডিং কোম্পানীর মনোগ্রাম লাগানো ৫টি ব্যাটারী উদ্ধার করা হয়। যা সে নিজেই তৈরী করে বাজারজাত করে আসছিল। এঘটনায় রাতেই সদর থানায় একটি মামলা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com