October 31, 2024, 5:26 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কদমতলায় যুবককে হাত ভেঙে দিলো মাদক ও ধর্ষণ মামলার আসামীরা

কদমতলায় যুবককে হাত ভেঙে দিলো মাদক ও ধর্ষণ মামলার আসামীরা

স্টাফ রিপোর্টাসঃ শহরের কদমতলা বাজারে তুচ্ছ ঘটনা কন্দ্রে করে জুয়লে নামরে (২৫) যুবককে হাত ভঙেে রক্তাক্ত জখম করছেনে মাদক ও র্ধষণ মামলার আসামীরা। রববিার সন্ধ্যায় কদমতলা বাজারে মক্কা হাওডাররে সামনে এ ঘটনা ঘট।ে প্রত্যক্ষর্দশীরা জানান, সাতক্ষীরা-যশোর মহাসড়করে শহররে কদমতলা বাজারে মক্কা হাওডাররে সামনে সদর উপজলোর কাশমেপুর গ্রামরে সুরমান আলীর ছলেে জুয়লেরে সাথে একই গ্রামরে আহমদ আলরি ছলেে ও র্ধষণ মামলার আসামী আরফিুল ইসলাম ও রসুলপুর এলাকার একাধকি মাদক মামলার আসামী আইয়ুব আলরি মধ্যে কথা কাটাকাটি চলছলি। একর্পযায় জুলয়েকে মারপটি করে হাত ভঙেে রক্তাক্ত জখম করে পালয়িে যায় আরফিুল ও আইয়ুব। এসময় স্থানীয়রা জুয়লেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে র্ভতি করনে বলে জানান। এ ব্যাপারে সাতক্ষীরা পুলশি সুপাররে আশু হস্তক্ষপে কামনা করছেনে জুয়লেরে পরবিার।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com