October 22, 2024, 4:24 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
করোনার দ্বিতীয় আঘাত, স্পেনে কারফিউ জারি

করোনার দ্বিতীয় আঘাত, স্পেনে কারফিউ জারি

করোনা (কোভিড-১৯) মহামারীর দ্বিতীয় আঘাত চলেছে ইউরোপজুড়ে। এমতাবস্থায় এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাতের বলে জাতীয়ভাবে কারফিউ জারি করেছে স্পেন। ২৫ অক্টোবর, রবিবার থেকে দেশটির স্থানীয় সময় রাত ১১টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত তা বহাল থাকবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই ঘোষণা দিয়েছেন। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এ বিষয়ে পেড্রো সানচেজ বলেন, রবিবার থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর হবে। এছাড়াও জরুরি পদক্ষেপের আওতায় স্থানীয় প্রশাসন নিজ নিজ অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, এই নতুন নিয়ম বাড়ানোর জন্য পার্লামেন্টে প্রস্তাব তুলবেন তিনি। প্রারম্ভিকভাবে তা ১৫ দিন থেকে বাড়িয়ে ছয় মাস পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হবে।

চলতি বছরের শুরুতেই করোনা মহামীর প্রথম আঘাতহানে স্পেনে। ওই সময় বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউন জারি করে দেশটির সরকার। এরপর ইউরোপের অন্যান্য অঞ্চলের মতো এই দেশটিতেও করোনা দ্বিতীয় ধাক্কা লেগেছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com