December 22, 2024, 6:00 am
সাতক্ষীরায় করোনায় আক্রান্ত রোগি হস্তান্তরের জন্য ফ্রি এ্যামবুলেন্স সেবা চালু করেছে রেড ক্রিসেন্ট ইউনিট। রোববার দুপুর ১টায় বৃষ্টি উপেক্ষা করে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক, সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য শেখ তৌহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, আব্দুর রশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক ও ইউনিট লেভেল অফিসার এ এস এম আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান প্রমুখ। সাতক্ষীরায় করোনা মহামারি সংকটে মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সদর দপ্তর হতে ফ্রি এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। যে কোন মুহুর্তে করোনা আক্রান্ত রোগি হস্তান্তরের ক্ষেত্রে বিনামূল্যে সেবা প্রদান করা হবে। এজন্য সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে একটি হটলাইন চালু করা হয়েছে। হটলাইনে এ্যাম্বুলেন্স সেবা পেতে ০১৭২৮২০১৮২৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ।
Comments are closed.