October 23, 2024, 9:15 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
করোনায় একদিনে বিশ্বে ৫ লাখের বেশি সংক্রমণ ও ৭ সহস্রাধিক প্রাণহানি

করোনায় একদিনে বিশ্বে ৫ লাখের বেশি সংক্রমণ ও ৭ সহস্রাধিক প্রাণহানি

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় সাত হাজারের বেশি মৃত্যু এবং এক সপ্তাহে পরপর চারবার ছোঁয়াচে ভাইরাসটির রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। বুধবার প্রথম, দিনে ৫ লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। ফলে মোট মৃত্যু ১১ লাখ ৭৯ হাজারের মতো; আক্রান্ত সাড়ে ৪ কোটি মানুষ। এদিনও সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র। এক হাজারের বেশি মৃত্যুতে, দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ৩৩ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯১ লাখ। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে সংক্রমণ ৮০ লাখ ছাড়িয়েছে ভারতে। ২৪ ঘণ্টায় পাঁচশ’র বেশি মৃত্যুতে, দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ সাড়ে ২০ হাজার। প্রায় পাঁচশ’ মৃত্যুতে ব্রাজিলে মৃত্যু ১ লাখ সাড়ে ৫৮ হাজার। মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। গড়ে ৩/৪শ’ মৃত্যুর রেকর্ড করেছে ইরান, রাশিয়া, আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। প্রাণহানি বেড়েছে ফ্রান্স, স্পেন, ইতালি ও কলম্বিয়ায়। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৩ কোটি ২৭ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ১৬৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ৭ লাখ ৬২ হাজার ৪৬৪ জন চিকিৎসাধীন এবং ৮১ হাজার ১৭৮ জন (১%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৩ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৯৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com