January 15, 2025, 7:31 am
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শফিকুল আলম মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অ্যাডভোকেট শফিকুল আলমের ছেলে শাহরিয়ার আলম রাহি তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২ জুলাই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ করোনায় আক্রান্ত হন তিনি। অ্যাডভোকেট শফিকুল আলমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তিনি সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি ছিলেন। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Comments are closed.