October 23, 2024, 9:22 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
করোনা মহামারীতে প্রাণহানি ৯ লাখ ৬১ হাজার ছাড়াল

করোনা মহামারীতে প্রাণহানি ৯ লাখ ৬১ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় তিন লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা প্রায় ৯ লাখ ৬১ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ১০ লাখের কাছাকাছি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২০ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৩ কোটি ৯ লাখ ৮৩ হাজার ৯৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৯ লাখ ৬১ হাজার ৪০০ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৩৩৮ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৪ লাখ ৩৯ হাজার ২২০ জন করোনারোগী, যাদের মধ্যে ৬১ হাজার ৩৮৬ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ লাখ ৯৮ হাজার ২৩০ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪৫ লাখ ২৮ হাজার ৩৪৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১০ লাখ ৯৭ হাজার ৩৫১ জন ও পেরুতে পঞ্চম সর্বোচ্চ ৭ লাখ ৬২ হাজার ৮৬৫ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো— কলম্বিয়া (৭ লাখ ৫৮ হাজার ৩৯৮ জন), মেক্সিকো (৬ লাখ ৯৪ হাজার ১২১ জন), দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৫৯ হাজার ৬৫৬ জন), স্পেন (৬ লাখ ৫৯ হাজার ৩৩৪ জন) ও আর্জেন্টিনা (৬ লাখ ২২ হাজার ৯৩৪ জন)।

কোভিড-১৯ মহামারীর প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৩ হাজার ৮২৪ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ৮৬ হাজার ৭৭৪ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৭৩ হাজার ২৫৮ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৭৫৯ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে— ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৬৯২ জন), পেরু (মৃত্যু ৩১ হাজার ৩৬৯ জন), ফ্রান্স (মৃত্যু ৩১ হাজার ২৭৪ জন), স্পেন (মৃত্যু ৩০ হাজার ৪৯৫ জন) ও ইরান (মৃত্যু ২৪ হাজার ১১৮ জন)।

এছাড়া কলম্বিয়ায় ২৪ হাজার ৩৯ জন, রাশিয়ায় ১৯ হাজার ৩৩৯ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫ হাজার ৯৪০ জন, আর্জেন্টিনায় ১২ হাজার ৭৯৯ জন, চিলিতে ১২ হাজার ২৫৪ জন, ইকুয়েডরে ১১ হাজার ৮৪ জন, বেলজিয়ামে ৯ হাজার ৯৪৪ জন, জার্মানিতে ৯ হাজার ৪৬৬ জন, ইন্দোনেশিয়ায় ৯ হাজার ৪৪৮ জন, কানাডায় ৯ হাজার ২১১ জন, ইরাকে ৮ হাজার ৪৯১ জন, বলিভিয়ায় ৭ হাজার ৫৮৬ জন, তুরস্কে ৭ হাজার ৪৪৫ জন, পাকিস্তানে ৬ হাজার ৪১৫ জন,  নেদারল্যান্ডসে ৬ হাজার ২৭৫ জন, সুইডেনে ৫ হাজার ৮৬৫ জন, মিসরে ৫ হাজার ৭৫০ জন, ফিলিপাইনে ৪ হাজার ৯৩০ জন, বাংলাদেশে ৪ হাজার ৯১৩ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, সৌদি আরবে ৪ হাজার ৪৫৮ জন, রোমানিয়ায় ৪ হাজার ৪০২ জন, ইউক্রেনে ৩ হাজার ৫১৬ জন,গুয়াতেমালায় ৩ হাজার ১০৫ জন, পোল্যান্ডে ২ হাজার ২৮২ জন, পানামায় ২ হাজার ২৪৭ জন, হন্ডুরাসে ২ হাজার ১৬৬ জন, সুইজারল্যান্ডে ২ হাজার ৪৫ জন ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ২ হাজার ৪৪ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com