January 21, 2025, 9:56 pm
কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান (৪২)স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জিউন)।
বুধবার (৮মে) সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
মোখলেছুর রহমান উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের প্রয়াত মাস্টার হবিবর রহমান এঁর পুত্র। তিনি পৌরসদরের কলাগাছি মোড়ে পারিবার নিয়ে বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ শিশু ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের চাচা ব্যাংকার আলহাজ্ব আবুল হোসেন জানান, মোখলেছুরের পিতা বছর দেড়েক আগে মারা যান। এরমধ্যে মোখলেছুরের হার্টের সমস্যা দেখা দিলে দুই দফা তার হার্টে রিং বসানো হয়েছিলো। বুধবার সকালে বাসা থেকে স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে নিজ কাজকর্ম সারছিলেন। এমতাবস্থায় তার বুকে ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন আসরের নামাজের পর পৌরসভাধীন মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদ চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব আলোচনায় শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মরহুমের চাচা ব্যাংকার আলহাজ্ব আবুল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, ডাক্তার মেহেরুল্লাহ, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকীম সবুজ প্রমুখ।
জানাযা নামাজ পরিচালনা করেন মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব সহকারী সুপার মাওলানা ইসমাইল হোসেন। জানাযায় বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বহু মুসুল্লি অংশ নেন। বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামের বাড়ি বসন্তপুরে সদ্য প্রয়াতের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
Comments are closed.