March 15, 2025, 6:50 am
কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত ইউপি মেম্বর আলী হোসেন দফাদার(৮০) আর নেই। ইন্না লিল্লাহি… রাজিউন)। মরহুম আলী হোসেন দেয়াড়া গ্রামের মৃত নিমাই দফাদারের বড় ছেলে। জানা যায়, গতকাল বুধবার রাত ১২ টার সময় গ্রামের বাড়ীতে শ^াসকষ্ট দেখা দেওয়ার কিছুক্ষনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মরহুমের জানাযা নামাজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। জানাযা নামাজে ঈমামতি করেন মাও. আমজাদ হোসেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
Comments are closed.