December 26, 2024, 6:21 pm
কলারোয়ায় ৬বছর বয়সী ১ম শ্রেণিতে পড়–য়া শিশুকে ধর্ষনের অভিযোগে মূলহোতা ধর্ষক ইয়ারব হোসেন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে শনিবার রাত ২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইয়ারব উপজেলার কেরালকাতা ইউনিয়নের উত্তর বহুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র। সে পেশায় ভ্যান চালক।সূত্র জানায়- গত ২৪আগস্ট নিজ বাড়িতে ধর্ষনের শিকার হয় শিশুটি। গুরুতর অবস্থায় সে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় দেরি হওয়ার কারণে শিশুটির পিতা গত ২৯আগস্ট কলারোয়া থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের ৪৮ঘন্টার মধ্যে ধর্ষন মামলার আসামি ইয়ারবকে গ্রেপ্তার করলো থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এসআই ইস্রাফিল হোসেনসহ সংগীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় ধর্ষন মামলার আসামি ইয়ারাব হোসেনকে ডিএমপি’র ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
Comments are closed.