মনিরুলজ্জামান কলারোয়া প্রতিনিধিঃকলারোয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, মাসিক আইন শৃঙখলা বিষয়ক সভা, চোরাচালান নিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২জুলাই বেলা সাড়ে ১১টা থেকে পরপর ওই সভাগুলো উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অন্য সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। সকল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি বলেন, ‘ ব্যক্তি বিশেষে মতপার্থক্য থাকতে পারে কিন্তু উন্নয়নের স্বার্থে সকলে একত্রিত হয়ে কলারোয়াকে মডেল উপজেলায় পরিণত করতে হবে।’\সভায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা ও শাহানাজ নাজনীন খুকু, গোলাম মোস্তফা প্রমুখ।