January 15, 2025, 7:16 am
Tunto : কলারোয়ায় এক বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের বাড়িতে রবিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। মোখলেছুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও এলইডি টিভি চুরি করে নিয়ে গেছে চোরেরা। মোখলেছুর রহমান জানান, সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি বালিয়াডাঙ্গা বাজারে কাপড়েরর ব্যবসা করছেন। প্রতিদিনের মতো রবিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেয়ার সময় প্রতিবেশীদের চিৎকারে বেরিয়ে দেখেন তার ঘরের রাস্তার ধারের জানালার গ্রীল কাটা। তখন ঘরে প্রবেশ করে দেখেন, আলমারি ভাঙা ও ভিতরের জিনিস তছনছ করা।তিনি আরো জানান, আলমারিতে স্ত্রী ও কন্যার প্রায় পাঁচ লক্ষ টাকার গহনা ছিলো। একটি এলইডি টিভিও নিয়ে গেছে চোর।
Comments are closed.