কলারোয়ায় দৈনিক স্পন্দন প্রতিনিধির পিতার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান
- Update Time :
Saturday, October 5, 2019
-
138 দেখা হয়েছে
কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া দৈনিক স্পন্দন’ কলারোয়া প্রতিনিধি ও কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আলহাজ্ব আকবর হোসেন মোল্লার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার কাদপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া কাদপুর গ্রামের জামে মসজিদে জুম্মা নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাতে কামনায় দোয়া করা হয়।দোয়ানুষ্ঠানে শরিক হন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও অথৈ ইন্টারন্যাশনাল’র সত্ত্বাধিকারী মশিউর রহমান, মরহুমের বড় ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান, মেজো ছেলে ফজলুর রহমান লাল্টু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আরবী প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, কামাল হোসেন লাভলু প্রমুখ।
বিস্তারিত———-