December 26, 2024, 8:01 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়ায় লিগ্যাল এইড কার্যক্রম প্রচারে উঠান বৈঠক

কলারোয়ায় লিগ্যাল এইড কার্যক্রম প্রচারে উঠান বৈঠক

গরীব-অসহায়, অসচ্ছল নারী-পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা, প্রতিবন্ধী, পাচারের শিকার নারী বা শিশুসহ নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অক্ষম যেকোনো ব্যক্তিকে সম্পূর্ণ সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করছে। আপনারা সরকারের এই আইনী সেবা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করেন। সরকারের আইনগত সহায়তা প্রদান কার্যক্রম তৃণমূল পর্যায়ে প্রচারের জন্য অনুষ্ঠিত উঠান বৈঠক পরিদর্শনে এসে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র আঞ্চলিক সমন্বয়কারী (দক্ষিণ) মো: মাহাবুব হাসান এসব কথা বলেন। এসময় তিনি গ্রামের অসহায় মানুষদের ন্যায় বিচার ও আইনী অধিকার নিশ্চিত করতে স্থানীয় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষকে এ বিষয়ে প্রচার ও সহযোগিতার অনুরোধ জানান।


রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপী গ্রামে কবীর হোসেনের বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উইমেন জব ক্রিয়েশন সেন্টার’ এই উঠান বৈঠনে করে।উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটির প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদের পরিচালনায় উঠান বৈঠকে সরকারের বিনা খরচে আইনী সহায়তা কার্যক্রম, সরকারি আইনগত সহায়তা ব্যাক্তি, কি ধরনের আইনগত সহায়তা পাবে, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি, কমিটির সাথে যোগাযোগ এবং ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি ফ্লিপ চার্টেও মাধ্যম্যে উঠান বৈঠকে উপস্থিত গ্রামের অসহায় নারী-পুরুষদের বিভিন্ন ছবি দেখান এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে তিনি, সরকারের বিনা খরচে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রম সম্পর্কে গ্রামের সাধারণ মানুষের মাঝে প্রচার করার অনুরোধ জানান।সকাল সাড়ে ১০টার দিকে উঠান বৈঠক পরিদর্শনে আসেন, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র আঞ্চলিক সমন্বয়কারী (দক্ষিণ) মো: মাহাবুব হাসান, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী। পরে তারা লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: নূরুল ইসলাম ও ইউনিয়নের সচিব আব্দুল হামিদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com