January 15, 2025, 5:06 am
কলারোয়া পৌরসভায় আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলারোয়া পৌরসভা চত্বরে পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল উপস্থিত থেকে ৯ টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জন দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র শফিউল আযম শফি, কাউন্সিলর জামিল হোসেন, মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, কলারোয়া থানার এসআই শারমিন শিখা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন প্রমুখ।
Comments are closed.