নিজিস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল ১১টায় তুফান কনভেনশন সেন্টারে পৌর এলাকার সকল মসজিদের ইমাম ও খতিবদের সাথে কামালনগর কবরস্থান সম্প্রসারণের বিষয়ে ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পৌর এলাকার ১১০টি মসজিদের ইমামগন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, চেম্বার সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সাংবাদিক আমিরুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আনারুল ইসলাম রনি। বক্তারা প্রত্যেকেই ইমামদের প্রতি আহবান জানিয়ে বলেন কবরস্থান সম্প্রসারণ এর ব্যাপারে আপনারা মসজিদের মুসুল্লিদের মাঝে জুম্মার দিন আলোচনা রাখবেন। তাহলে এই কবরস্থান এর জায়গা ক্রয় করা খুব সহজ হয়ে যাবে। ইমামদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লাবসা জমিদার বাড়ি মসজিদের খতিব মাওঃ মাহামুদুল হাসান। তিনি বলেন এই কবরস্থানের জায়গা যিনি দান করেছিলেন তার জন্য দোয়া করা এবং বাকি জায়গা ক্রয় করার বিষয়ে মুসুল্লিদেরকে জানান আল্লাহতায়ালা চাইলে আল্প সময়ের মধ্যে এই টাকার ব্যবস্থা হয়ে যাবে। ওয়াপদা মসজিদের ইমাম মাওঃ মইনুদ্দিন বলেন আপনার যে উদ্দোগ নিয়েছেন আখেরাতের জন্য এটা অনেক দামী এবং আল্লাহর কাছে তিন কোটি টাকা খুবই সামান্য। অবশ্যই খুব তাড়াতাড়ী এই কবরস্থান সম্প্রসারণ হবে ইনশাল্লাহ্। সুলতানপুর বড় বাজার মসজিদের ইমাম মাওঃ আব্দুল খালেক বলেন, আপনারা আজকে ইমামদের যে ইজ্জত দিয়েছেন এবং আমাদের সাথে যে পরামর্শ করছেন সেই জন্য আমার ব্যক্তিগত সহযোগিতা তো থাকবেই এবং এই কবরস্থান দ্রুত সম্প্রসারণ হবে ইনশাল্লহ্। পাটকেলঘাটা মাদ্রাসার বড় হুজুর মাওঃ মুসা অসুস্থ অবস্থায় এসে সকল ইমামদের কাছে দোয়া চাইলেন এবং মানুষের শেষ ঠিকানা কবরস্থানের জায়গা ক্রয় করার ব্যাপারে সবার দোয়া ও সহযোগিতার জন্য মসজিদে আলোচনা করতে বলেন। সব শেষে সিএন্ডবি মসজিদের পেশ ইমাম হাফেজ রফিকুল ইসলাম বলেন, আমার ইমামতির বয়স ৩৭ বছর, এই কবরস্থানে আমি নিজ হাতে শত শত লাশ দাফন করেছি। আসলে এখানে জায়গার খুবই অভাব, তাই এলাকাবাসী যে উদ্যোগ নিয়েছে আল্লাহ চাইলে অতিদ্রুত জমি ক্রয়ের জন্য টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ।্ তিনি আরো বলেন, এই কবরের জায়গা যিনি দান করেছেন তার জন্য সকলের কাছে দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন কামালনগর বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ ইয়াছিন আলম খান।