January 3, 2025, 3:46 am
নিজিস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে বৈদ্যুতিক শকসার্কিটে অগ্নিকান্ডে ৫ লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মী বাহিনীসহ গাড়ী পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রনে আনে স্থানীয়রা। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামের মৃত শেখ হাজির উদ্দীনের পুত্র শেখ আলাউদ্দীনের বাড়িতে রবিবার (৭ জুলাই) রাত আনুঃ ১ টা ৩০ মিনিটে ঘটেছে।ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, শ্রীধরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলাউদ্দীনের বাড়ির প্রাচীনের মধ্যে মটরচালিত ভ্যান চার্জ দেন আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলের ভ্যান চালক শেখ শাহাজান হোসেন। ঘটনার সুত্রপাত হয় ঐ ভ্যানের ব্যাটারী বিষ্ফোরণের মাধ্যমে।এঘটনায় শেখ আলাউদ্দীনের গোলা ভর্তি ধান, কাঠঘর, মেশিনঘর, পৃথক ৩টি ধানের গোলা সহ গৃহস্থলির প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ঘনবসতিপুর্ণ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা খুব দ্রুত প্রচার হয়ে যায় গ্রামে।স্থানীয়রা খুব দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সে কারণেই শেখ আলাউদ্দীনের বসতঘর, প্রাচীরের পাশেই শেখ আব্দুর রহিম, শেখ এনায়েত হোসেন, শেখ শাহাজান হোসেন, শেখ জাহাঙ্গীর আলম সহ অনেকের বসবাস। আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ক্ষতিগ্রস্থ পরিবারের পাসে দাঁড়ান।এদিকে অগ্নিকান্ডের ঘটনার পরপরই রাত আনুমানিক ১ টা ৫০ মিনিটে প্রতিবেশি শেখ আব্দুর রহিম কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের মোবাইল নম্বরের মাধ্যমে খবর দেন। ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌছায় ২টা ৫০ মিনিটে।তবে ফায়ার সার্ভিসের দ্বায়িত্বেরত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন রাত ২টা ১০ মিনিটে সংবাদ পেয়ে ২টা ৩৫ মিনিটে পৌছায়ে আগুন নেভাতে সক্ষম হই। রবিবার সকালে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ঘটনাস্থ পরিদর্শন করেছেন।
Comments are closed.