January 15, 2025, 4:24 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কালিগঞ্জে ঘুষ বাণিজ্যে ব্যস্ত ফুড অফিসের নিরপত্তা প্রহরী

কালিগঞ্জে ঘুষ বাণিজ্যে ব্যস্ত ফুড অফিসের নিরপত্তা প্রহরী

সাতক্ষীরার কালিগঞ্জে চালের ডিলারদের কাছ থেকে ডিওতে সই করানোর জন্য লক্ষ লক্ষ ঘুষ নিচ্ছে নিরপত্তা প্রহরী জি এম শাহাজান।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেক ডিলার বলেন,শাহাজান নিরপত্তা প্রহরী হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু তিনি দীর্ঘদিন যাবত কালিগঞ্জ ফুড অফিসের সহকারী হিসেবে কাজ করে যাচ্ছেন।সেই সুযোগে টন প্রতি চাল এর জন্য তাকে দিতে ১’শ থেকে ৩’শ টাকা। আর এই টাকা না দিলে ডিওতে উপজেলা খাদ্য নিয়ত্রক কর্মকর্তার সই না নিয়ে বিভিন্ন ভাবে ডিলার দের ঘুরাতে থাকে সে। ডিওর চালের টাকা পাওয়ার জন্য বাধ্য হয়ে ডিলাররা শাহাজানকে চাহিদা মত টাকা দিয়ে সই করে নেন। কালিগঞ্জ ফুড অফিসের তথ্য মতে,কালিগঞ্জ উপজেলায় চালের ডিলার আছে ৩৯ জন।প্রতি মাসে ডিওর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কালিগঞ্জ ফুড অফিসের মাধ্যমে ডিলাররা নিয়ে যায় ৬’শ ২৭ টন। আর এই প্রতি টন চাল প্রতি ডিলারের কাছ থেকে ফুড অফিস কর্মচারী ও কর্মকর্তাদের ডিওতে সই করানোর জন্য আদায় করে থাকে প্রায় কয়েক লক্ষ টাকা। দীর্ঘ ৫ মাসে শুধু মাত্র খাদ্য বান্ধব চাল থেকে নিরপত্তা প্রহরী শাহাজান ও উপজেলা খাদ্য নিয়ত্রক কর্মকর্তা ১২ লক্ষ টাকার অধিক ঘুষ বাণিজ্য করে বলে অভিযোগ স্থানীয় চাল এর ডিলারদের। এছাড়া টিআর,কাবিখা,ভিজিডি ও ভিজিএফ চাল বরাদ্দের টাকার ডিও লেটার সই করানোর নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য করছে শাহাজান।ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে জিএম শাহাজান বলেন,তিনি কারও কাছ থেকে জোর করে টাকা নেননা। তবে কোন ডিলার যদি খুশি হয়ে দুই,একশ টাকা দেন তাহলে সেটা তিনি নেন।এবিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ত্রক কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, ডিওর জন্য শাহাজান টাকা নিচ্ছে কিনা এবিষয়ে তিনি অবগতনন। অপরর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ডিওতে সই করার জন্য কোন টাকা নেননা তিনি। তবে শাহাজান যদি ডিলারদের কাছ থেকে ডিওর জন্য টাকা নিয়ে থাকে তাহলে বিষয়টি ক্ষতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থ্য গ্রহণ করবেন বলে জানান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com