January 18, 2025, 12:03 am
জাহাঙ্গীর ইসলাম,কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জে জাহাঙ্গীর আলম (৪২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ভাড়াশিমলা গ্রামের জোহর আলী গাজীর ছেলে।থানা সূত্রে জানান, রবিবার (৩০ জুন) রাত ১০ টার দিকে জাহাঙ্গীর আলম পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। সোমবার (১ জুলাই) থানার উপ-পরিদর্শক চিন্ময় কুমার ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত রোগযন্ত্রনায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Comments are closed.