কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের কাশেম আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম (২৬) ও যশোর জেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত শেখ জহুর আলীর ছেলে মিয়ারাজ হোসেন (৩৮)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি উপজেলা সদরে অবস্থিত খান বাহাদুর আহছানউল্যা (র.) সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন আসামি হিসেবে সাইফুল ইসলাম ও মিয়ারাজ হোসেনকে আটক করে তাদের দেহ তল্লাশী করলে ৪৭ পিস ইয়াবা উদ্ধার হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে।