December 22, 2024, 6:32 am
সদর উপজেলার কাশেমপুর এলাকায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম শরীফ নামের একব্যক্তিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাশেমপুর গ্রামের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি কলারোয়া উপজেলার সরসকাটি গ্রামের শেখ হারুনের ছেলে ও লাবসা পলিটেকনিক কলেজের ছাত্র শরীফুল ইসলাম শরীক। প্রত্যক্ষদর্শীরা জানান, কাশেমপুর মালিপাড়া এলাকায় করিম ছাত্রাবাসে ভাড়া থাকে শরীফুল। ওই এলাকার এক ব্যক্তির ৪ বছর বয়সী মেয়েকে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে করিম ছাত্রাবাসে মালিকের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এসময় শরীফুল বিস্কুট দেওয়ার নামে করিম ছাত্রাবাসে ওই শিশুকে ডেকে নিয়ে নির্যাতন করে। এরপর ওই শিশু বাড়ি এসে কান্নাকাটি করলে তখন তার মা এলাকাবাসির ডেকে এনে শিশুর কাছে জানতে চাইলে শিশুটি সব কিছু খুলে বলে। এরপর শরীফুল সন্ধ্যার দিকে ছাত্রাবাসে আসলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। এব্যাপারে পুলিশ সুপারের কাছে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসি।
Comments are closed.