দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে টেকসা ব্যবসায়ী সমবায় সমিতির নিবন্ধন পূর্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় টেকসা ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন। প্রধান অতিথি হাসান মাহমুদ বলেন, সমবায় সমিতি একটি জনগনের কল্যাণমূলক প্রতিষ্ঠান যেখানে সাধারণ মানুষ সুযোগ-সুবিধা নিয়ে স্বাভোলম্বী হতে পারে। তিনি আরো বলেন, আমি প্রতিটি সমবায় সমিটির কল্যাণ কামনা করি। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাবেক দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাবেক ইউপি সদস্য অজয়মিল সরদার, বাহারুল ইসলাম, নির্মল, সনজিব, বাপ্পী, বাদল, রাজ ও তরুন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অঞ্জন দাশ।