December 26, 2024, 10:16 pm
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মাতৃত্বকালিন ভাতাভোগী ও আয়বর্ধক প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র মায়েদের মাঝে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসকল মায়েদের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে দরিদ্র মায়েদের মাঝে উক্ত ভাতার টাকা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।
এসময় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব আব্দুল হাকিম, খালিদ হাসান, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, নুরবানু কাদেরী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মিজানুর রহমান, প্রশিক্ষক বিলকিস পারভীন, অফিস সহায়ক দিপুয়ার রহমান সহ সুবিধাভোগী মায়েরা উপস্থিতি ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে করোনা প্রতিরোধে সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি বাল্য বিবাহ, নারী নির্যাতন, অটিজম, মানব পাচার, মা ও শিশুর পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত মায়েদের সাথে আলোচনা করা হয়।
Comments are closed.