December 27, 2024, 12:32 am
নাজমুল হাসান: দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ৫দিন ব্যাপি অ্যাকটিভ সিটিজেনশান ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় অত্র কলেজের আইসিটি রুমে উত্তরণের আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের সমাপনী হয়। এসময় উপস্থিথ ছিলেন, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অ্যাকটিভ সিটিজেনশান ইয়ুথ লিডারশীপের ট্রেনিং ফ্যাসিলিটেটর মির্জা মনিরুল হক, সুমন কুমার নাগ, শেখ শাকিল সিয়াম। এছাড়া খানবাহাদুর কলেজের প্রভাষক ও রোভার লিডার আবু তালেবের নেতৃত্বে কলেজের ৩০জন শিক্ষার্থী ট্রেনিং অংশগ্রহণ করে। ট্রেনিং শুরু ১৭ অক্টোবর থেকে ২১শে অক্টোবর পর্যন্ত মূল আলোচনার উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব এমন এক পৃথিবী নির্মানের প্রত্যাশায় একদল তরুণ তরুণীদের মাঝে আত্মজিজ্ঞাসা সৃষ্টি করা। তাদেরকে সক্রিয় এবং সেচ্ছাব্রতী নাগরিক হিসাবে গড়ে উঠতে অনুপ্রাণীত সংগঠিত ও ক্ষমতায়িত করা। যাতে সকল ছাত্র-ছাত্রী নাগরিত্ব বোধে উদ্ভদ্ধ হয়ে স্থানীয় উন্নয়নে অবদান রাখার মাধ্যমে বৈশ্বিক উন্নয়নে অগ্রগামী ভুমিকা পালন করে।
Comments are closed.