December 21, 2024, 2:38 pm
খুলনা:খুলনা বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।৮টি শর্তে মহানগরীর শহীদ হাদিস পার্কে ২৫ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় সমাবেশের এ অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। একইসঙ্গে অনুমতি দিয়েছে খুলনা সিটি করপোরেশন।রোববার (২১ জুলাই) দুপুরে সমাবেশ বাস্তবায়নের সাংগঠনিক উপ কমিটির আহ্বায়ক ও নগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তিসহ গণদাবিতে ২৫ জুলাই (বৃহস্পতিবার) খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।
Comments are closed.