November 21, 2024, 8:30 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
খুলনা বিভাগে করোনায় মৃতের সংখ‌্যা ৪ শ’ ছা‌ড়িয়েছে: সাতক্ষীরায় ৩০

খুলনা বিভাগে করোনায় মৃতের সংখ‌্যা ৪ শ’ ছা‌ড়িয়েছে: সাতক্ষীরায় ৩০

খুলনা বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ২২৫ তম দিনে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। আর বিভাগে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২২ হাজার ৭শ’ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ২৬৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার প্রায় ৯৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২২ হাজার ৮২০ জনের মধ্যে ২১ হাজার ২৬৯ জন সুস্থ হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানায়, এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০২। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ১০১ জন, কুষ্টিয়ায় ৭৯ জন, যশোরে ৪৮ জন, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩৫ জন করে, সাতক্ষীরায় ৩০ জন, বাগেরহাটে ২৬ জন, মাগুরায় ১৩ জন, মেহেরপুরে ১৫ জন এবং নড়াইলে ২০ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ৬ হাজার ৬১৬ জন রোগী শুধু খুলনা জেলায় শনাক্ত হয়েছেন। এ ছাড়া বাগেরহাটে ১ হাজার ১১ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৫০৮ জন, যশোরে ৪ হাজার ৮০ জন, ঝিনাইদহে ২ হাজার ৫৯ জন, কুষ্টিয়ায় ৩ হাজার ৪৩৮ জন, মাগুরায় ৯৪০ জন, মেহেরপুরে ৬৫১ জন, নড়াইলে ১ হাজার ৪০৮ জন এবং সাতক্ষীরায় ১ হাজার ১০৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৯৪ শতাংশ। বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com