December 27, 2024, 12:53 am
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ সবির হোসেন ওরফে সাগর নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামের আবু বক্কারের ছেলে।থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান ও লিটন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন মৌতলা কাঁচাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় ৩ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাগরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.